ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারী এশিয়া কাপ ফাইনাল: শ্রীলঙ্কার প্রথম নাকি ভারতের সপ্তম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ১৫ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

নারী এশিয়া কাপের পর্দা নামছে আজ। শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

এর আগে সাত আসরের ৬টিতেই শিরোপা জিতেছে ভারত। তাদের টানা সাফল্যে শেষবার ভাগ বসায় বাংলাদেশ। 

এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনে শুরু থেকেই দাপটের সাথে খেলেছে ভারত। পাকিস্তানের সাথে এক ম্যাচ ছাড়া সবগুলোতেই দুর্দান্ত জয় পেয়েছে তারা। জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সপ্তম শিরোপা নিয়েই ঘরে ফিরতে চায় ভারত। 

অপরদিকে, নাটকীয়ভাবে পাকিস্তানকে বিদায় করে ফাইনালে এসেছে শ্রীলঙ্কা। এরআগেও চারবার ফাইনাল খেললেও শিরোপা এখনও অধরা। এবার কোনো ভুল না করে শিরোপা জয়ের আনন্দে ভাসতে চায় শ্রীলঙ্কা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি